ঢাকা, মার্চ ২১, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, স্থানীয় সময়: ২২:৪১:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া খুব শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠানে শতাধিক বিয়ে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া : সার্গেই ভার্সিনিন ভারতে শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় ‘অরেঞ্জ’ এলার্ট জারি মেয়র তাপসকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার : দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি ফাহিম  পুতিনের ক্রিসমাসের যুদ্ধবিরতিকে ‘ভন্ডামি’ বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন ইউক্রেনে সাঁজোয়া যান পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি : ওয়াশিংটন শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি

মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে অনুষ্ঠানে শতাধিক বিয়ে

| ৪ ফাল্গুন ১৪২৯ | Thursday, February 16, 2023

নেজাহুয়ালকোইওলট (মেক্সিকো) : মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকালে একটি গণ অনুষ্ঠানে মঙ্গলবার শতাধিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সমকামী বিবাহকে বৈধতা দেয়ার জন্য দেশটির সর্বশেষ রাজ্যগুলোর একটিতে এমন বিয়ের আয়োজন করা হয়। খবর এএফপি’র।
২৪ বছর বয়সী সারাই ভার্গাস বলেন, ‘এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তারিখ। কারণ আমরা ১৪ ফেব্রুয়ারি দেখা করি।’ আর এই সাক্ষাতের সূত্র ধরেই তিনি তার সঙ্গী ২৭ বছর বয়সী ইয়াজমিন অ্যাকোস্তাকে বিয়ে করেন।
তিনি আরো বলেন, ‘আমরা খুশী কারণ, এখানে মেক্সিকো রাজ্যে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেয়া হয়। তাই আমারা এ বছর বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি।’
পৌরসভার এক কর্মকর্তা জানান, প্রায় এক হাজার দম্পতি এ অনুষ্ঠানে অংশ নেন। তাদেরকে কর্তৃপক্ষ  হেয়ারড্রেসিং এবং মেক-আপ পরিষেবা প্রদান করে।