ঢাকা, ডিসেম্বর ৪, ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১, স্থানীয় সময়: ১৪:১৩:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিবেশ আন্তর্জাতিক মানের হতে হবে : চিফ প্রসিকিউটর লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম

| ১৬ অগ্রহায়ন ১৪৩১ | Saturday, November 30, 2024

ফাইল ছবি

কক্সবাজার : সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার কমানোর লক্ষ্যে ১০টি টিম গঠন করেছে পরিবেশ অধিদপ্তর।

তারা আজ শনিবার ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ মনিটরিং, স্ক্যানিং ও যাবতীয় অন্যান্য দ্বায়িত্ব পালন করবে। পরিবেশ অধিদপ্তরের ১০জন কর্মকর্তার নেতৃত্বে এ ১০টি টিম গঠন করা হয়েছে।

গত ২৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ স্বাক্ষরিত লিখিত এক অফিস আদেশে এ টিমগুলো গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জমির উদ্দিন বলেন, ‘কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজে পর্যটকদের পাটের তৈরি ব্যাগ বিনামূল্যে দেওয়া হবে। যাতে কোন পর্যটক পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক পরিবহন না করেন।’

পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সেন্টমার্টিন দ্বীপকে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিকমুক্ত করার চেষ্টা করছে সরকার।

পরিবেশ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক ও চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম।

৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ ও চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন।
৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইত তাহরিম সৌরভ ও চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মোহাম্মদ রাশেদ চৌধুরী।

১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক আশফাকুর রহমান।

১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রেজাউল করিম ও চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের সরকারি বায়োকেমিস্ট কামাল হোসেন।

১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট  মোঃ রায়হান মোর্শেদ ও কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান।

১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন ঢাকা সদর দপ্তরের সমন্বয় শাখার সরকারি পরিচালক মো. রাসেল মাহমুদ ও ঢাকা সদর দপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।

২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. ওবায়দুল হক ও কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. তাওসাফুল ইসলাম।

২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহকারী পরিচালক নুর হাসান সজীব ও ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত।

২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করবেন ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন ও নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মিলন হোসেন।