ঢাকা, জুন ৮, ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০, স্থানীয় সময়: ০০:২৮:০১

এ পাতার অন্যান্য সংবাদ

বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের ২টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে রাশিয়া মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ যুক্তরাজ্য সফরে ‘যুদ্ধবিমান জোট’ গঠনের লক্ষ্যের কাছাকাছি ইউক্রেন নেতা নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান রাশিয়ার ‘প্রতিটি হামলার জবাব’ দেবে ইউক্রেন : জেলেনস্কি পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া খুব শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ২৪ জনের প্রাণহানি

ভারতে শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় ‘অরেঞ্জ’ এলার্ট জারি

| ২৬ পৌষ ১৪২৯ | Monday, January 9, 2023

নয়াদিল্লী : ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। এদিকে, দিল্লীর সফদারগঞ্জে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। ভারতের আবহওয়ার বিভাগ (আইএমডি) আজ এ খবর জানিয়েছে।
আইএমডি’র উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনি¤œ তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, লোদি রোডে সর্বনি¤œ তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ    ‘আজ ঘন কুয়াশা ও একটি শৈত্য প্রবাহের কারণে কয়েকটি এলাকায় বিশেষত কিছু বিচ্ছিন্ন স্থানে প্রচ- ঠান্ডা পড়তে পারে’ জানিয়ে ‘অরেঞ্জ’ এলার্ট জারি করেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রোববার সকালে ভারী কুয়াশায় দিল্লী ও এর আশপাশের এলাকা ঢেকে গেছে এবং এ কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় রাজধানী ও এর আশপাশের রাজ্যগুলোতে প্রচ- ঠান্ডা পড়েছে ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। বিরূপ আবহাওয়া ও অন্যান্য কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরাখন্ড, উত্তর রাজস্থান, বিহার, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং সিকিম, আসাম ও ত্রিপুরার কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা অব্যহত থাকার সম্ভাবনা খুবই বেশি।
এতে আরো বলা হয়, ‘জানুয়ারির ৮ ও ৯ তারিখে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা পড়তে পারে।’
উত্তর রেলওয়ের এক মুখপাত্র বলেন, ভারী কুয়াশার কারণে ৪২টি ট্রেন এক ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।
আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, সোমবার পর্যন্ত আগামী দুই দিন ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ ও প্রচ- ঠান্ডা অব্যহত থাকতে পারে।