ঢাকা, জুলাই ৪, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, স্থানীয় সময়: ০৯:২২:২২

এ পাতার অন্যান্য সংবাদ

পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর আজিমপুরে ডাকাতদের অপহরণ করা শিশু জাইফা উদ্ধার : গ্রেফতার ১ রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে উত্তরা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিবেশ আন্তর্জাতিক মানের হতে হবে : চিফ প্রসিকিউটর লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু

| ২৬ আশ্বিন ১৪২৮ | Monday, October 11, 2021

বগুড়া: জেলার শেরপুর উপজেলার  বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে আজ সকাল ১০টায়  দুর্গা পূজা থেকে ৫শ” গজ দূুরে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে  তিন ব্যক্তি মারা গেছে।
মৃত ব্যাক্তিরা হলো বিরজু ভূইয়ার ছেলে বুদু মাহাতো(৫০).  বিমল মাহােেতার ছেলে পলাশ মাহাতো(৩৫) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশি মাহাতো(৪০।)
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পূুজা মন্ডপ থেকে  বুদু মহাতোর বাড়ি উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোকসজ্জার  করা হয়। বুদু মাহাতোর বাড়িতে ছিঁড়ে যাওয়া একটি কাপড় শুকানোর তার জোড়া দেয়ার সময় আগে থেকে ঐ বিদ্যুতায়িত হওয়া তারে জড়িয়ে পড়ে। এ সময় সে চিৎকার করলে তার বাড়ি আসে পাশের পলাশ মহাতো ও ক্ষিতিশ মাহাতো তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুতায়িত তারে জড়িায়ে পড়ে। এ সমং পলাশ ও বুদু ঘটনা স্থলে মার যায়।  ক্ষিতিশকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে  যাবার পথে সেও মারা যায়।  মৃত তিন জনের লাশ ঘটনা স্থলে আছে। থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাদের কোন অভিযোগ না থাকলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের  মধ্যে শোকের ছায়া নেমে আসে।