নিহত তাফসির আহম্মেদ মনা
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডার এমপি মোড়ে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত তাফসির আহম্মেদ মনা (২৩) উপজেলার পাকশী ইউনিয়নের পাকার মোড় এলাকার মো. তানজুর রহমান তুহিনের ছেলে এবং পাকশীর যুবলীগের নেতা টুনটুনির ভাই।
ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার ঘোষামী জানান, শনিবার রাতে মনা এমপি মোড়ে ট্রাক দালাল অফিসে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন আততায়ী সেখানে উপস্থিত হয়। এ সময় তারা মনাকে উদ্দেশ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয়রা গুলিবিদ্ধ মনাকে উদ্ধার করে পাবনা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ।
তবে কী কারণে হত্যা কাণ্ডটি ঘটেছে সে বিষয়ে এখনও পরিষ্কার নয়। তবে এলাকায় মাটি ও বালু কাটা নিয়ে সমস্যা চলছিল বলে শুনেছি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেন অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার।