ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:১৯:৪৭

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোন সিদ্ধান্তে পৌছাতে পারেনি নাসিক

| ২৩ মাঘ ১৪২১ | Thursday, February 5, 2015

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সিটি করপোরেশনের কাউন্সিলর পরিষদের কোন মিটিং আহবান না হওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোন সিদ্ধান্তে পৌছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে কাউন্সিলররা। ভারপ্রাপ্ত মেয়র ওবায়েদ উল্লাহ কাউন্সিলদের সাথে যোগাযোগ রক্ষা না করা সহ কাউন্সিলররা নগর ভবনের উপস্থিত হওয়ার পর পরই কর্মকর্তারা নগর ভবন ছেড়ে চলে যাওয়ায় তারা এ ক্ষোভ প্রকাশ করে কাউন্সিলরদের অপমানিত করা হয়েছে বলেও তারা মন্তব্য করেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কাউন্সিলগন এক আলোচনা সভায় এ ক্ষোভ প্রকাশ করেন।

আজ বেলা ১১টায় পুণরায় কাউন্সিলররা নগর ভবনে বর্জ্য অপসারণ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র ওবায়েদ উল্লাহ এর সাথে আলোচনায় বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহল আমিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল সাগর, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল প্রধান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর রেহেনা পারভিন, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর খোদেজা খানম নাছরিন, ১৯,২০,২১ নং ওয়ার্ডের রিজওয়ানা হক সুমি, ২২,২৩,২৪নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর কাজী ইফাত জাহান মায়া।

সভায় প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নী বলেন, গত কয়েকদিন সিটি করপোরেশন থেকে বর্জ্য অপসারণ বন্ধ থাকায় গোটা শহরে আর্বজনায় ভরে গেছে। গত সোমবার জেলা প্রশাসকের আহবানে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কি সিদ্ধান্ত হয়েছে তা আমরা পরের দিন পত্রিকায় সংবাদ পরে জানতে পেরেছি যে। সিটি কপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মঙ্গলবার কাউন্সিলর পরিষদে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু মিটিংয়ের পর থেকে উনার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এদিকে সাধারণ মানুষ আমাদের বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে। কোন প্রকার সিদ্ধান্ত না হওয়ায় আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারছি না। এ ব্যাপারে কাউন্সিলরদের এই মুহুর্তে কাউন্সিলরদের করণীয় কি এ বিষয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত কাউন্সিলরদের মধ্যে সবাই ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা হয়েছে। এই সভার আগেও আমাদের কিছু জানানো হয়নি এমনকি সভাতে কি সিদ্ধান্ত হয়েছে তাও আমাদের জানাননি ভারপ্রাপ্ত মেয়র। সভার পর থেকে উনার মোবাইল ফোন বন্ধ রয়েছে। কাউন্সিলররা সবাই জনপ্রতিনিধি। বর্তমান পরিস্থিতি থেকে সাধারণ মানুষদের পরিত্রান দেওয়া সকল কাউন্সিলরের দায়িত্বের মধ্যে পড়ে।