ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:২৮:৫৫

২৪ ঘন্টার মধ্যে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বাজারজাতকরণ নিশ্চিত করার নির্দেশ শিল্পমন্ত্রীর

| ১১ জ্যৈষ্ঠ ১৪২৩ | Wednesday, May 25, 2016

ঢাকা : যেসব ভোজ্যতেল রিফাইনারি এখনও ভিটামিন ‘এ’ ভোজ্যতেল বাজারজাত করছে না, তাদের মালিকদের ২৪ ঘন্টার মধ্যে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, “এ সময়ের মধ্যে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে ব্যর্থ হলে, কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” শিল্পমন্ত্রী মঙ্গলবার রাজধানীর পূর্বাণী হোটেলে ‘বাংলাদেশে ভোজ্যতেলে বাধ্যতামূলক ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কর্মসূচির আইনি তদারকি বাস্তবায়নের’ ওপর আয়োজিত কর্মশালায় এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ্ড নিউট্রেশন (এঅওঘ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ লুৎফর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, বিএসটিআই এর মহাপরিচালক মোঃ ইকরামুল হক, বাংলাদেশের নেদারল্যান্ডস্ দূতাবাসের প্রথম সচিব লরেন্ট ইউমানস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করতে এখন থেকে সারা দেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিএসটিআইকে নির্দেশ দেন। তিনি বলেন, ভোজ্যতেলে বাধ্যতামূলকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের জন্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোজ্যতেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩’ জাতীয় সংসদে পাশ হয়েছে। এ আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালাও প্রণিত হয়েছে। এ আইনের যথাযথ প্রয়োগ করে বিএসটিআই দেশব্যাপী ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তি নিশ্চিত করবে। শিল্পমন্ত্রী বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ কার্যকর করার লক্ষ্যে ৩ এপ্রিল, ২০১৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলভুক্ত করেছে। এ আইন অনুযায়ী রিফাইনারিগুলো সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করছে কী-না এবং আমদানীকারকগণ ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল আমদানি করছে কী-না, তা কঠোরভাবে নিয়মিত মনিটরিং করতে বিএসটিআইকে পরামর্শ দেন। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য বাংলাদেশ জাতিসংঘের সাউথ-সাউথ অ্যাওয়ার্ড টিকাদান কর্মসূচির সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইম্যুনাইজেশন (গ্যাভী) পুরস্কার লাভ করেছে। এসব অর্জনের পরও ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ বাস্তবায়নের ক্ষেত্রে গুটি কয়েক ব্যবসায়ী গড়িমসি করছে। ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করার উদ্দেশ্যে পরিচালিত এ ধরনের নেতিবাচক কার্যক্রম বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। মানুষের জীবন নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।