ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪৭:০৪

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নাঃজেলা প্রশাসকের কার্যালয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ।

| ১ মাঘ ১৪২২ | Thursday, January 14, 2016

Hindu MohaJote's photo.

গত ১৩/০১/২০১৫ইং বুধবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড.নিভা রানী বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমানমিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা প্রথামিক শিক্ষা অফিসার, সহকারী পরিচালক শাকুরুননেছা (মুনা) নাঃজেলা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নাঃজেলা মনিটরিং কমিটির সদস্য মানিক চন্দ্র সরকার। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক সহদেব দাস (হিরা) । পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সভায় নারায়ণগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকদের উপস্থিতিতে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। উক্ত অনুষ্ঠানে মোট ৫জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। তাদের মধ্যে মন্টি রানী সাহা শ্রেষ্ঠ শিক্ষক ও রুদ্র মোদক শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে পুরুস্কার গ্রহন করেন।