ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:৫৫:৩৭

সোনারগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

| ২৭ কার্তিক ১৪২১ | Tuesday, November 11, 2014

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চ্‌ট্‌গ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সোমবার দপুর বেলা ভ্রাম্যমান আদালত অবৈধভাবে রাস্তায় গাড়ী রেখে যানজটের তৈরীর অভিযোগে ২ জন গাড়ীর চালককে ১৫দিনের জেল দিয়েছে। এ ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা বলেন, উপজেলার প্রধান সড়কটি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় কিছু অসাধূ ব্যবসায়ী রাস্তার ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচলানা করে আসছে ফলে এ রাস্তায় চলাচলরত লোকদের খুবই সমস্যায় পড়তে হয়। তাই এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে হাবিবরপুর ঈদগাহ থেকে মোগড়াপাড়া বাসষ্ঠ্যান্ড ও মহাসড়কের সকল ফুটপাত পরিস্কার ও রাস্তায় যাতে কোন গাড়ী রেখে যানজট সৃষ্টি করতে না পারে সে জন্য আজকের এ অভিযান। এ সময় মহাসড়কে গাড়ী রাখার দায়ে সাইফুল ও আনিস সরকার দুই গাড়ী চালককে ১৫দিন করে জেল প্রদান করেন। তাছাড়া প্রায় রাস্তার পাশ্বে থাকা প্রায় শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কমিশনার(ভুমি) মেহেদী হাসান, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ইউপি সদস্য সফিউদ্দিন প্রধান ও শিপন সরকার ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এর আগে তিনি সোনারগাঁও থানা রোডের হাবিবপুর এলাকার ড্রেন পরিস্কার কাজের উদ্ধোধন করেন।