ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৩৯:১৫

সিদ্ধিরগঞ্জে নো স্মোকিং ক্লাব বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত

| ২৯ জ্যৈষ্ঠ ১৪২২ | Friday, June 12, 2015

 
 

বাংলাদেশ বার্তা ২৪.কম/ সিদ্ধিরগঞ্জ/ ৩০ মে/ধুমপান মুক্ত বাংলাদেশ চাইবিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নো স্মোকিং ক্লাব বাংলাদেশের মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১১টায় শিমরাইল মোড় ডার্চ বাংলা ব্যাংকের সামনে নো স্মোকিং ক্লাব বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক দৈনিক নিউ

নেশন প্রত্রিকার সিনিয়র সহঃ সম্পাদক প্রফেসার আহমেদ খসরুর নেতৃত্ব্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নো স্মোকিং ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মজিবুর রহমান, হাজী ইনছাদ মোল্লা, আহ্বায়ক আহমেদ খসরু, সদস্য সচিব নুর আলম, যুগ্ন আহ্বায়ক শাহাদাত সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক মোশতাক আহমেদ শাওন । মানববন্ধনে নো স্মোকিং ক্লাব বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক দৈনিক নিউ নেশন প্রত্রিকার সিনিয়র সহঃ সম্পাদক প্রফেসার আহমেদ খসরু তার বক্তব্যে বলেন, আসন্ন বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের উপর অধিক করারোপ করার দাবি করেন। মানণীয় শিল্প ম.. তোফায়েল হোসেন শিল্প এলাকা থেকে ধুমপান মুক্ত করার যে কথা বলেছেন আমরা তাকে স্বাগত যানাই। তিনি প্রশাসনকে উদ্ধেষ্যে বলেন আপনারা যারা ধুমপান করেন তারা ধুমপান থেকে বিরত থাকেন ও ধুমপানের উপর যে আইন আছে তা সঠিক ভাবে পালন করেন। কারন ধুমপানে শুধু ধুমপায়ী নয় এর আশপাশের লোকজনও ক্ষতিগ্রস্থহচ্ছে। এটা আজ মরন ব্যাধীতে পরিনত। প্রথমে নিজেদের ঘর থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধে কাজ করতে হবে। সদস্য সচিব নুর আলম বলেন, পর্যায়ক্রমে এর কর্মসূচী সারা বাংলায় চলবে। ধুমপানমুক্ত সমাজ গঠনই আমাদের অঙ্গিকার। সভায় অন্যান্য বক্তারা সিগারেটের মূল্য বৃদ্ধির দাবি করে বলেন, প্রকাশ্যে ধুমপান রোধে আইন থাকলেও তা কার্যকর হচ্ছেনা। কারন যারা আইনের রক্ষক তাদেরও একাংশ ধুমপানের সাথে জড়িত। অচিরেই এ আইনের সঠিক কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তারা আরো বলেন, সরকারের এ খাত থেকে যা রাজস্ব আদায় হয় তার চেয়ে এর কারনে সৃষ্টিকৃত রোগের চিকিৎসায় বেশি ভতুর্কি দিতে হয়। এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আবুল বাসার বাশু, শহিদুল্লা, সদস্য দ্বীন ইসলাম দুলাল, ফিরোজ দেওয়ান, কামরুল ইসলাম, নুর হোসেন হিরা, হারুনুর রশিদ, জাকির হোসেন, কাজী মোঃ আবু তালেব, কামরুল হাসান সেন্টু, আউয়াল বাদল, জিল্লুর রহমান, রুহুল আমিন, মানিক মিয়া, মনির হোসেন, সালাউদ্দিন ভূইয়া সেন্টু, মজিবুর রহমান, নাজীমুল ইসলাম সজল, আরিফুর রহমান অপু, আতিকুর রহমান, জসিম উদ্দিন, আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম, ওয়াসিম মিয়া, আব্দুল মতিন শেখ, মজিবুর রহমান, ফিরুজ, জলিল, নাজির হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন, মাসুদ, আরিফ, মাহাবুব ও ডাঃ মোঃ ইউসুফ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের ছিলেন জিল্লুর রহমান।