ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:২৮:১০

সংস্কৃতিমন্ত্রী ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করতে কলকাতা যাচ্ছেন

| ১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ | Thursday, June 2, 2016


ঢাকা : ভারতের কলকাতায় অবস্থিত ArtsAcre Foundation-এ স্থাপিত ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন ও এ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগামীকাল কলকাতা যাচ্ছেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, প্রাথমিকভাবে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী ফরিদা জামান, মাহমুদুল হক, শহীদ কবির, রফিকুন্নবী, রণজিৎ দাস, সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, মো. ইউনুস ও শেখ আফজালের প্রায় ২০টি চিত্রকর্ম দিয়ে ‘বাংলাদেশ গ্যালারি’র উদ্বোধন করা হবে।
সংস্কৃতিমন্ত্রী আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাউন্ডেশনে স্থাপিত এ গ্যালারি উদ্বোধন করবেন।
তাঁর সফরসঙ্গী হচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।
আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ArtsAcre Foundation একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি একটি বোর্ড অভ্ ট্রাস্টি দ্বারা পরিচালিত হয়।
এ অঞ্চলের সমসাময়িক শিল্পকলার চর্চা, উন্নয়ন ও বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। বিশেষ করে তরুণ চিত্রশিল্পীদেরকে কাজের ক্ষেত্রে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদান করছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়,বাংলার আবহমান, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে এটি প্রতিষ্ঠালগ্ন থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করে আসছে।
এ প্রতিষ্ঠানের আর্ট জাদুঘরে এ অঞ্চলের আধুনিক ও সমসাময়িক শিল্পকর্মের বিশাল ভা-ার গড়ে তোলা হয়েছে। এটিকে আরো সমৃদ্ধ করতে সেখানে বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্রকর্মের সমন্বয়ে স্থাপন করা হয়েছে ‘বাংলাদেশ গ্যালারি’।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভীসহ উল্লিখিত শিল্পীগণ ও ফাউন্ডেশনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংস্কৃতিমন্ত্রী মন্ত্রী ৫ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।