ঢাকা, এপ্রিল ৩০, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৪৯:৫৯

শিশুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর বিষয়ে সতর্ক হোন

| ৫ অগ্রহায়ন ১৪২৩ | Saturday, November 19, 2016

 

অনেকেই শিশুর একটু জ্বর-কাশিতে বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক দেন। এটি আসলে কতটুকু ঠিক? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৫৬তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাইদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের ইউনিট-প্রধান হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন : চিকিৎসকের কাছে নিলে অনেক চিকিৎসক নিজে থেকেই অ্যান্টিবায়োটিক দেন, আবার কোনো কোনো ক্ষেত্রে বাবা-মা ও চিকিৎসককে পীড়াপীড়ি করেন যেন ভালো অ্যান্টিবায়োটিক দেয়া হয়। আবার কোনো কোনো বাবা-মা, সরাসরি নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান- এ বিষয়ে আপনার মতামত কী?

উত্তর : আসলে বাবা-মায়ের অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ানো একদমই ঠিক নয়। কারণ, সব ওষুধেই কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তাই বাবা-মায়ের উচিত না কোনো ওষুধ নিজে কিনে খাওয়ানো। যেমন : প্যারাসিটামল সিরাপের কথা আমরা বলি। তারও একটি মাত্রা আছে। না হলে বিষক্রিয়া হতে পারে। যে কোনো ওষুধের ডোজের পরিমাণ ঠিক থাকতে হবে। ডোজ ঠিকমতো খাওয়াতে হয়।

আবার এখন আমি অনেক বাবা-মাকে দেখেছি যে বলেন, আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিয়েন না। আমি নিজেও খুব সতর্ক অ্যান্টিবায়োটিকের বিষয়ে।

অতএব যখন আমরা বাচ্চাকে দেখব টক্সিসিটি বেড়ে যাচ্ছে, যদি পেটের কোনো পীড়া থাকে, তখন আবার টাইফয়েড হয়েছে কি না দেখব। মূলত বাচ্চাকে পরীক্ষা করতে হবে। কী ধরনের রোগ হবে এটি কি ভাইরাস জ্বর? দেখতে দেখতে কিন্তু একটি ধারণা হয়ে যায়। ভাইরাল না কি ব্যাকটেরিয়া। এটি যদি ভাইরাসের কারণে হয়, তখন এতে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন মনে করি না। লক্ষণ দেখে ওষুধ দিই।

আর যদি ভাইরালের মধ্যে কিছু কিছু ভেসিকুলার ইরাপশন হয়, এর জন্য আলাদা কিছু ওষুধ রয়েছে।

দেশজুড়ে সকল বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে। Doctorola.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।

তথ্য-http://www.ntvbd.com/health/91907/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a8