ঢাকা, মে ১১, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২১:৪১

রাবিতে দুদিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

| ২৯ আশ্বিন ১৪২৪ | Saturday, October 14, 2017

Image result for রাবিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকেল থেকে দুদিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুদিনব্যাপী রবীন্দ্র উৎসব-১৪২৪ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও রবীন্দ্রসংগীতশিল্পী ড. সনজীদা খাতুন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ সময় ড. সনজীদা খাতুন বলেন, ‘আমাদের পথ খুঁজতে হবে কী করে আমরা মানুষ হতে পারি। আমাদের চারপাশের সবাইকে মানুষ করতে পারি। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে বহু সাধনা করতে হয়। আমি সবাইকে বলব আমরা যেন মানুষের কাছে যাই। মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করি।’

অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘আমরা এখনো রবীন্দ্রনাথকে আবিষ্কার করে শেষ করতে পারিনি, তাঁকে গ্রহণ করে শেষ করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড়, সেই শিকড় থেকে তিনি কথা বলেছেন। সেখানে পৌঁছাতে কত সময় লাগবে আমরা আজও জানি না। তাঁর এই অনিঃশেষকাল আরো বহুদিন বজায় থাকবে।’

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের গানে মানবিক বোধের বিষয়টি উঠে এসেছে। আমাদের তাঁর গানের চর্চার পাশাপাশি মানবিক বোধের চর্চা চালিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমেরিটাস অরুণ কুমার বসাক।

উৎসবে চারটি স্কুলের শিশুদের শিল্পকর্ম প্রদর্শন করা হয়। আগামীকাল শনিবার বিকেলে উৎসব শেষ হবে।