ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:০৫:০৮

রাজধানীর ২৩ লাখ মানুষকে কলেরা টিকার প্রথম ডোজ

| ২১ আষাঢ় ১৪২৯ | Tuesday, July 5, 2022

ছবি: সংগৃহীত

রাজধানীর ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ মানুষকে কলেরার মুখে খাওয়ার টিকা দেওয়া হয়েছে। সোমবার (৪ জুলাই) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই তথ্য জানিয়েছে।

রাজধানীর দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় গত ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কলেরার এই টিকা দেওয়া হয়।

 

THUMBNAIL_Fotolia_135644808_Subscription_Monthly_M

ছবি: সংগৃহীত

আইসিডিডিআরবির হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ এসেছিল এই পাঁচ এলাকা থেকে। প্রথম ডোজের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ খাওয়ানোর কথা রয়েছে।

 

তবে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। সেখানে ৬ লাখ ৪০ হাজার ৩২ জনকে কলেরার টিকা খাওয়ানো হয়েছে।