ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:২৬:৩২

রক্তাক্ত আগষ্ট শুরু, শোকার্ত পতাকায় আচ্ছন্ন না.গঞ্জ

| ১৭ শ্রাবণ ১৪২২ | Saturday, August 1, 2015

শুরু হয়েছে রক্তাক্ত শোকের মাস আগষ্ট। বিগত ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপদগামী সেনা সদস্য খুন করে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ স্বপরিবারকে।

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে সে দিন বিপদগামী সেনাদের গুলির আক্রমন থেকে রক্ষা পায়নি দশ বছরের শিশু বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলও।
এর পর থেকে প্রতি বছর ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে গোটা বাঙালী জাতি।

শোক দিবস উপলক্ষ্যে শোকের মাস আগষ্টের প্রথম দিন থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। এছাড়াও রাষ্ট্রীয় ভাবে প্রশাসনের উদ্যোগেও দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।

জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর রাস্তার মাঝে থাকা আইলেন গুলোতে কালো পতাকা লাগানো হয়েছে। যা দেখে মনে হয় যেন নারায়ণগঞ্জ এক শোকার্ত নগরীতে পরিণত হয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্যদের।