ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:২২:৪৪

মাথা ব্যথা নাকি সাইনাসের সমস্যা কিভাবে বুঝবেন?

| ২১ কার্তিক ১৪২৩ | Saturday, November 5, 2016

 

blog-pic-140

সাইনাস হেডেক এক বিশেষ ধরনের মাথা ব্যথা। আমাদের মুখে কিছু হাড় আছে যার মধ্যে গর্তের মত একটুখানি জায়গা থাকে আর এই গর্তে থাকে বাতাস, আর একেই বলা হয় সাইনাস। যদি এই গর্তে কোন ইনফেকশন হয় এবং তা থেকে প্রদাহ সৃষ্টি হয় তবে তাকে বলা হয় সাইনুসাইটিস। সাইনাস হেডেক যখন শুরু হয় তখন চোখের চারপাশে এক ধরনের চাপ আছে এমন মনে হয়, গালে এক ধরনের চাপ অনুভুত হয় এবং সেই সাথে মাথায় চাপ, মাথা ছিড়ে যায় এমন একটা অনুভুতি হয়। সাধারনত যে সাইনাসে সমস্যা হয় ব্যাথা সেই অঞ্চলে বেশি হয় যেমন চোখের উপরে, নাকের উপরের দিকে, চোখের নিচে মুখমন্ডলের হাড়ে।

সাধারন মাথা ব্যথা নাকি সাইনাসের সমস্যা কিভাবে বুঝবেনঃ
১) ব্যথা এবং এক ধরনের চাপ গাল, ভ্রু এবং মাথার সামনের দিকে দেখা দেয়
২) শুয়ে থাকলে অথবা মাথা সামনের দিকে ঝুকে বসে থাকলে এই ব্যথা অনুভুত হয়
৩) নাক বন্ধ হয়ে শ্বাস নিতে কষ্ট অনুভুত হতে পারে
৪) নাক দিয়ে পানি পড়া ও জ্বর থাকতে পারে
৪) ক্লান্ত ভাব থাকবে

কেন হয় সাইনাস হেডেকঃ
১) এলার্জিজনিত কারনে
২) নাকের ড্রেনেজ সিস্টেমের কোথায় কোন সমস্যা থাকলে
৩) ঘন ঘন শ্বাসতন্ত্রের জীবানু সংক্রমন হলে

কাদের হওয়ার সম্ভাবনা বেশিঃ
১) যাদের ধুলাবালিতে এলার্জির প্রবণতা বেশি
২) নাকের হাড় বাকা থাকলে
৩) নাকে পলিপ থাকলে
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে

কি কি পরীক্ষা করে নিশ্চিত হবেনঃ
১) এক্সরে
২) সিটি স্ক্যান

চিকিৎসাঃ
১) এসিটামিনোফেন, ন্যাপ্রোক্সেন সোডিয়াম, ইবুপ্রোফেন জাতীয় ব্যাথা নিবারক জাতীয় ওষুধ তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
২) নাকের ড্রপ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এন্টিহিস্টামিন ব্যাবহার করা যেতে পারে।
৩) কিছু ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে।
৪) পলিপ বা নাকের হাড় বাকা থাকলে সার্জারি প্রয়োজন হতে পারে।

প্রতিরোধঃ
১) যাদের এলার্জির সমস্যা তারা ধুলা বালিতে যাবার আগে মাস্ক পরিধান করতে পারেন
২) ডাস্ট এলার্জি এড়াতে কার্পেট এড়িয়ে চলা ভালো।
৩) ধূমপান থেকে যত দূরে থাকা যায় ততই ভাল

ডক্টোরোলা ডট কম (www.doctorola.com) প্রচারিত সকল তথ্য সমসাময়িক বিজ্ঞানসম্মত উৎস থেকে সংগৃহিত এবং এসকল তথ্য কোন অবস্থাতেই সরাসরি রোগ নির্ণয় বা চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে প্রকাশিত নয়। জনগণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ডক্টোরোলা ডট কমের (www.doctorola.com) লক্ষ্য।

দেশজুড়ে অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে।