ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:১২:১৩

মাথায় আঘাত পেলে করণীয়

| ১০ আশ্বিন ১৪২৫ | Tuesday, September 25, 2018

মাথায় আঘাত লাগলে ড্রেসিং ব্যান্ডেজ দিয়ে মাথা শক্ত করে পেঁচিয়ে বেঁধে হাসপাতালে স্থানাস্তর করুন। ছবি : সংগৃহীত

হেড ইনজুরি বা মাথায় আঘাতের ক্ষেত্রে মাথার খুলির ত্বক কেটে রক্তপাত হতে পারে।

এ ক্ষেত্রে করণীয়

  • মাথার খুলি আঘাতে কেটে যাওয়া স্থান পরিষ্কার করার চেষ্টা করবেন না। তাতে রক্তপাত আরো বাড়তে পারে। সেইসঙ্গে সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।
  • কাপড় দিয়ে কেটে যাওয়া স্থান চেপে ধরুন এবং মাথা ওপরের দিকে তুলুন। এতে রক্তপাত বন্ধ হবে।
  • ড্রেসিং ব্যান্ডেজ দিয়ে মাথা শক্ত করে পেঁচিয়ে বেঁধে হাসপাতালে স্থানাস্তর করুন।

মাথায় আঘাতের কারণে মস্তিষ্কেও চোট লাগতে পারে, সে ক্ষেত্রে রোগী :

  • অজ্ঞান হয়ে যেতে পারে। সাময়িক বা স্থায়ীভাবে মাথার খুলি ফেটে নাক দিয়ে পানির মতো রঙের তরল বেরিয়ে আসতে পারে।
  • শরীরের কোনো অংশে প্যারালাইসিস বা অবশ হতে পারে।
  • কথা বলতে অসুবিধা হবে।
  • কাউকে চিনতে পারবে না, প্রলাপ বকবে।
  • নাক, মুখ বা কান দিয়ে রক্তক্ষরণ হবে।
  • বমি হবে, খিঁচুনি হবে, প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ হারাবে।

করণীয়

  • এ অবস্থায় রোগীকে মুখে কিছু খেতে না দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে, যেখানে নিউরোসার্জারি বিভাগ রয়েছে।
  • রোগীকে শুইয়ে দিতে হবে। মাথার নিচে বালিশ দেওয়া যাবে না। মাথা একদিকে কাত করে রাখতে হবে।
  • হাসপাতালে নেওয়ার পর যথাযথ ব্যবস্থা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

লেখক : ডা. সজল আশফাক,সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ