ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৫২:৫৮

ভেষজ অ্যান্টিবায়োটিক চিচিঙ্গা

| ২৩ চৈত্র ১৪২৪ | Friday, April 6, 2018

 ভেষজ অ্যান্টিবায়োটিক চিচিঙ্গা

 চিচিঙ্গা মূলত গ্রীষ্মকালীন একটি সবজি। একটু তিতকুটে স্বাদের হলেও রান্নার পর তা একবারে চলে যায়।
চিচিঙ্গার প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে। এতে প্রচুর পুষ্টি উপাদান, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। এছাড়া এতে আঁশ, সামান্য ক্যালরি এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি রয়েছে- যা মানবদেহের জন্য খুবই উপকারী।
প্রাচীনকাল থেকেই চিচিঙ্গা প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। জ্বর সারাতে ভেষজ হিসেবে এখনও অনেক জায়গায় এটি ব্যবহৃত হয়।
খুব সামান্য ক্যালরি থাকায় চিচিঙ্গা ডায়বেটিসের জন্য দারুন উপকারী। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওজন কমাতেও সাহায্য করে।
হৃদরোগ সম্পর্কিত জটিলতা কমাতে চিচিঙ্গা কার্যকরী ভূমিকা রাখে। এক্ষেত্রে ভালো ফল পেতে নিয়মিত অন্তত দুই কাপ পরিমান চিচিঙ্গা খেতে পারেন।
যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে তারা চুলের যতেœ চিচিঙ্গা ব্যবহার করতে পারেন। এটি নতুন চুল গজাতে এবং চুল পড়া রোধে সাহায্য করে। এটি চুলের রুক্ষতা দূর করতেও ভালো কাজ করে।
কিছু গবেষণায় দেখা গেছে, চিচিঙ্গা আন্টিবায়োটিকের মতো প্রতিষেধক হিসেবে কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ কমাতে এবং বুক ধড়ফড় কমানোর ক্ষেত্রে চিচিঙ্গা বেশ উপকারী। এতে থাকা পটাশিয়াম মানসিক চাপ কমায়।
এতে প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি খেলে শরীরের যেকোনো ধরনের ক্ষত দ্রুত শুকিয়ে যায়।