ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৫৭:১১

ভারতে সবচেয়ে বেশি ওজনের কন্যা শিশুর জন্ম

| ১২ জ্যৈষ্ঠ ১৪২৩ | Thursday, May 26, 2016

 

 

ভারতে সবচেয়ে বেশি ওজনের কন্যা শিশুর জন্ম

কর্নাটক, ২৬ মে- ভারতের কর্নাটকে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কন্যা শিশুর জন্ম হয়েছে। সোমবার ওই বাচ্চাটি কর্নাটকের হাসানে জন্মগ্রহণ করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

১৯ বছরের এক নারী ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের ওই বাচ্চাটিকে জন্ম দেন, যা প্রায় ছয় মাসের একটি বাচ্চার ওজনের সমান।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. ভেঙ্কটেশ রাজু বলেন, আমার ২৫ বছরের অভিজ্ঞতায় আমি এতো বড় শিশু জন্মাতে দেখিনি। এটা একেবারেই অলৌকিক ঘটনা। আমি বিশ্বাস করি শুধুমাত্র ভারতে নয় বরং সারা বিশ্বে জন্ম নেওয়া মেয়ে শিশুদের মধ্যে জন্মাবস্থায় তার ওজনই সবচেয়ে বেশি।

বাচ্চাটির মা নন্দিনি ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে উদ্বিগ্ন ছিলেন ডাক্তাররা। কিন্তু কোনো ধরণের সমস্যা ছাড়াই জন্ম নেয় বাচ্চাটি।

শিশুটির ডেলিভারি করা ডাক্তার পূর্ণিমা মনু বলেন, দেড় ঘণ্টার অস্ত্রপচারের পর জন্ম নেয় শিশুটি। কোনো ধরণের ঝুঁকি ছাড়াই তার অস্ত্রপচার করা হয়েছে। সে দেখতে খুবই সুন্দর হয়েছে।