ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:১৬:৪৯

বেলুনে বিশ্ব ভ্রমণে রেকর্ড গড়লেন কোনিউখভ

| ৮ শ্রাবণ ১৪২৩ | Saturday, July 23, 2016

নর্থাম(অস্ট্রেলিয়া): বেলুন নিয়ে বিরতিহীন বিশ্ব ভ্রমণে নতুন রেকর্ড গড়লেন রাশিয়ার ফিয়দর কোনিউখভ।
তার ক্রু এ কথা জানিয়ে বলেন, ফিয়দর কোনিউখভের(৬৫) বেলুন সরাসরি অস্ট্রেলিয়ার নর্থাম শহরের বিমানঘাঁটি পাড়ি দিয়েছে। এ শহর থেকেই এগারো দিন আগে তিনি যাত্রা শুরু করেন।
ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন বিষয়টি নিশ্চিত করলে বলা যাবে তিনি বেলুন নিয়ে বিশ্ব ভ্রমণে মার্কিন নাগরিক ফসেটকে ছাড়িয়ে গেলেন।
ফসেট ২০০২ সালে ১৩ দিন ৮০ ঘন্টায় বেলুনে বিশ্বভ্রমণ করে রেকর্ড গড়েন। সেক্ষেত্রে ফিয়দর কোনিউখভের সময় লেগেছে ১১দিন ও ছয় ঘন্টা। শনিবার দিনের শেষে ফিয়দর কোনিউখভের অবতরণের কথা রয়েছে।
তিনি অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। এরপর দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মহাসাগর হয়ে ফের অস্ট্রেলিয়া ফেরেন।
তার ক্রু আরো জানান, ৫৬ মিটার উচ্চতার বেলুনটিতে হিলিয়াম গ্যাস ও গরম বাতাস ব্যবহার করা হয়েছে। পুরো বিশ্ব ভ্রমণে ফিয়দর কোনিউখভের সময় লেগেছে ১১ দিন ছয় ঘন্টা।
এদিকে তাৎক্ষণিভাবে ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের কোন মন্তব্য পাওয়া যায়নি।