ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৩২:৩২

বিজয় ছিনিয়ে আনলো হাসিনা গাজী

| ১৭ পৌষ ১৪২২ | Thursday, December 31, 2015

বিজয় ছিনিয়ে আনলো হাসিনা গাজী

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: জেলার তারাব পৌরসভায় স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর সহধর্মিণী হাসিনা গাজী বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বুধবার অনুষ্ঠিত ভোটে তিনি নৌকা প্রতীকে সর্বমোট ৩৯ হাজার ৮২১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

অপরদিকে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নাসির উদ্দিন ভূঁইয়া (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৯৪৪, ইসলামী আন্দোলনের শিব্বির আহাম্মেদ (হাত পাখা) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী (জগ) পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (কম্পিউটার) পেয়েছেন ১৬৬ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং অফিসার লোকমান হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

বুধবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা হবার পর পরই স্থানীয় এমপি গাজী’র একান্ত সচিব কামরুজ্জামান হীরা’র নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের হয়।

মিছিলে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজিব, তারাব পৌর ছাত্রলীগ নেতা সোহান, রামিম, আরিফ, আপু ও আরও অনেক নেতাকর্মী।