ঢাকা, মে ৩, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৫২:০৩

বন্দরে এমপি সেলিম ওসমানের অর্থায়নে ৫টি স্কুল, ১টি মাদ্রাসা, ২ জন মুক্তিযোদ্ধা ও ২ জন পঙ্গুকে অনুদান প্রদান

| ১৫ পৌষ ১৪২২ | Tuesday, December 29, 2015

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে শীতলক্ষ্যা সেতুর কাজ আগামী মে মাসে শুরু করা হবে। ইতি মধ্যে সেতুর জন্য জমি অধিগ্রহন সম্পন্ন হয়েছে। আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ নই। আমি রাজনীতি বুঝিনা। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য। আর অল্প সময়ে আমি বন্দরে রাজনৈতিক মতনৈক্য ভুলিয়ে উন্নয়নের জন্য সবাইকে এক মঞ্চে আনতে পেরেছি। তিনি আরও বলেন যারা স্কুলের টাকা আত্মসাত করে তারা যে দলেরই হউক তারা রাজাকার বা রাজাকারের চেয়ে খারাপ। ৭দিনের মধ্যে টাকা স্কুলের টাকা ও জমি ফেরত না দিলে বন্দর জনগণ তার বাড়ি ঘর ভেঙ্গে দেবে। মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর সমরক্ষেত্র’ ৭১ এর মাঠে বিভিন্ন স্কুল-মাদ্রাসায় অনুদান, ২ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য অনুদান, বন্দরের ময়মনসিংহ পট্টির অধিবাসিদের পূর্ণবান ও ২ জন অসহায় পঙ্গুকে আর্থিক অনুদান এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ, বন্দর থানার ওসি নজরুল ইসলাম, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, সাবেক বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, ধমগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বন্দর থানা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির মৃধা, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমির হোসেন ভুলু, আতিকুর রহমান মসুম, কাজী জহির, খান মাসুদ, জেলা প্রচার লীগের সহসভাপতি আঃ মান্নান খান বাদল, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান কমল, আরাফত কবির ফাহিম, মহিলা নেত্রী আঞ্জুমান আরা বেগম, ডলি আক্তার, রীনা খান, প্রমুখ। প্রধান অতিথি তার ব্যক্তিগত অর্থায়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, সামসুজ্জোহা এমবি ইউনিয় উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, জহরপুর আল ফাতাহ নুরুল উলুম নূরানী মাদ্রাসাকে ১০ লাখ করে, বীর মুক্তিযোদ্ধা হাজী গিয়াস উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিনেকে চিকিৎসার জন্য ১ লাখ করে, পঙ্গু সাহাবুদ্দিন ও পঙ্গু নুরুল ইসলামকে নগদ ২৫ হাজার টাকা করে ও ১টি করে হুইল চেয়ার প্রদান করেন।