ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:৩৫:৪০

ফ্লোরিডায় জিকা ভাইরাসে আক্রান্ত চার

| ১৬ শ্রাবণ ১৪২৩ | Sunday, July 31, 2016

ফ্লোরিডা(যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জিকা ভাইরাসে চারজন আক্রান্ত হয়েছে। ফ্লোরিডায় সম্ভবত এটিই প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের ঘটনা। স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানান।
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পর জিকার ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভ্রমণ ও যৌন সংসর্গের কথা উল্লেখ করা হয়েছে।
কিন্তু ফ্লোরিডার চারজন আক্রান্ত হওয়ার মানে যুক্তরাষ্ট্রের মশা থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
জিকার কারণে অসুস্থতা সামান্য হলেও গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে নবজাতক অপরিণত মস্তিস্ক নিয়ে জন্ম নিতে পারে।
ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ বলছে, মায়ামির কেন্দ্রস্থল থেকে উত্তরের ছোট্ট একটি এলাকায় চারজনের শরীরে ভাইরাসটি সনাক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৬শ ৫০ জনেরও বেশি লোকের শরীরে জিকা সনাক্ত হয়েছে। তবে ফ্লোরিডায় সম্ভবত এটিই প্রথম।
সংশ্লিষ্টরা এর কারণ হিসেবে যৌন সংসর্গ কিংবা ভ্রমণকে দায়ী করছে না।