ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০৮:০৪

ফুসফুসে পানি আসা, ঝুঁকি কতখানি?

| ২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ | Saturday, June 9, 2018

 

অনেকেরই ফুসফুসে পানি আসার সমস্যা হয়। নিউমোনিয়া, যক্ষ্মা, ক্যানসার ইত্যাদি কারণে ফুসফুসে পানি আসে। সময়মতো চিকিৎসা না নিলে রোগ জটিল হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

ফুসফুসে পানি আসা কতটা ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফুসফুসে পানি আসা কতখানি ঝুঁকিপূর্ণ?

উত্তর : ফুসফুসে যখন পানি এলো, তখন হয়তো প্যারাসিটামল খেল। এটি খাওয়ার পর ব্যথা চলে গেল, জ্বরও কমল। তবে পানি ভেতরে থেকে যাচ্ছে। কিছুদিন পর এর ভেতরে পুঁজ জমা হয়ে ছিদ্র হয়ে যাবে। এভাবে জটিল আকার ধারণ করতে পারে। তখন অস্ত্রোপচার করে পুঁজ বের করতে হবে। এ থেকে মৃত্যুর ঝুঁকিও হতে পারে। বেশি হয়ে গেল রেসপেরেটিভ ফেইলিউর হতে পারে।