ঢাকা, সেপ্টেম্বর ২১, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০২:৫৯

প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে: পলক

| ৬ ফাল্গুন ১৪২৩ | Saturday, February 18, 2017

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত তরুণরা।
আজ শনিবার সিংড়া উপজেলার শেরকোল সনজান আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কার্যকরি পদক্ষেপের কারণে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। উন্নয়নের এই ধারায় বর্তমান সময়ের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হতে হবে। এজন্য তাদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নেতৃত্বের গুণাবলি নিয়ে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচক ধারায় তরুণদের সম্পৃক্ত থাকতে হবে। থাকতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ।