ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০১:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

কালিপদ মজুমদারের বাড়িতে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে হিউম্যান রাইট ডেভলপমেন্ট সেন্টার ও জাতীয় হিন্দু ফোরাম ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় গতিশীল করবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাল ঢাকা কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ : অনুমোদন পেয়েছে ৩ জাহাজ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

নিম্নচাপের ধীরগতি, বৃষ্টি আজও থাকবে

| ৩১ ভাদ্র ১৪৩১ | Sunday, September 15, 2024

বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তবে এর গতি ধীর বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাই আজ রোববারও এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি হতে পারে; যদিও বৃষ্টি কমে গেছে গতকালের চেয়ে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার বৃষ্টি কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, স্থল নিম্নচাপটি খুব ধীরে এগোচ্ছে। এর কেন্দ্র এখন ভারতের পশ্চিমবঙ্গে। এর প্রভাবেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। আর এ সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার।

বৃষ্টি আগের চেয়ে কমে এসেছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কমে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, আজ বৃষ্টি গতকালের চেয়ে কম হচ্ছে। আগামীকাল তা আরও কমে যেতে পারে।

গত ২০ আগস্ট থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজানের পাহাড়ি ঢল। এ দুয়ের প্রভাবে ওসব অঞ্চলের অন্তত ১১ জেলায় বন্যা সৃষ্টি হয়। আক্রান্ত হয় এলাকাগুলোর অর্ধকোটি মানুষ।

গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দেশের অন্তত ২০টি জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজার জেলায়। এতে কক্সবাজার শহর এবং জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।