ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:২৬:৫৯

নয়ামাটি হোসিয়ারী পল্লিতে গভীর নলকূপ

| ২৪ শ্রাবণ ১৪২২ | Saturday, August 8, 2015

বুধবার সকাল ১১ টায় নয়ামাটি হোসিয়ারী পল্লি এলাকায় আনন্দ হোসিয়ারীর সামনে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্ভোধন করা হয়েছে। বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল এর উদ্ভোধন করেন।

বাংলাদেশ হোসিয়ারী সমিতির ২০১৫-১৬ অর্থ বছরের নির্বাচনী দ্বিতীয় ইশতিহার পূরণ এটি। নলকূপটি উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন সংগঠনটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ।

এ বিষয়ে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল জানান, এটা তার নির্বচনীয় দ্বিতীয় ইশতিহার। এর আগে বিভিন্ন মার্কেটে ছোট ছোট সমস্যা সমাধানের জন্য তিনি কমিটি গঠন করেন ও গভীর নলকূপ বসিয়ে দ্বিতীয় ইশতিহার পূরণ করা হল।

হোসিয়ারী পল্লিতে গভীর নলকূপ

তিনি আরো জানান, নলকূপটির প্রায় ৬’শ ফুট গভীর হবে। আগামী ১৫ দিনের মাঝে নলকূপটির খনন কাজ শেষ হবে। এবং এর পর উকিলপাড়া এলাকায় কাজ শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বহুদিন যাবৎ নয়ামাটি এলাকার হোসিয়ারী ব্যবসায়ীরা বিশুদ্ধ পানি সংকটে রয়েছে। তাই নলকূপ স্থাপন করায় ব্যবসায়ীদের এ সমস্য সমাধান হবে।