ঢাকা, মে ৩, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৫৯:২৫

নাসিক শীতলক্ষ্যায় ড্রেনের মুখে ইটিপি প্লান্ট বসাবে

| ১৪ পৌষ ১৪২২ | Monday, December 28, 2015

 

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে তিনটি পানির জলাধার তৈরি করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এছাড়া শীতলক্ষ্যা নদীতে নির্গত প্রধান প্রধান পয়োঃনিষ্কাশনের ড্রেনগুলোর মুখে নদী দূষণ রোধে ইটিপি প্লান্ট স্থাপন করা হবে। এর অর্থায়ন করবে বিশ্বব্যাংক। শুধু তাই নয় যত্রতত্র নাসিকের রাস্তার উন্নয়ন কাজে তিতাস ও ওয়াসার খনন কাজও বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন সিটি গভর্নেন্স প্রকল্প (সিজিপি) এর অধীনে নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

নগর উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম, কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নাসিকের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা ফরিদুল মিরাজ প্রমুখ।

নাসিকের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা ফরিদুল মিরাজ বলেন, সভায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শীতলক্ষ্যা নদীর পানি দূষণ মুক্ত রাখতে নাসিকের প্রধান ড্রেনের মুখগুলোতে ইটিপি প্লান করার প্রস্তাব করা হয়।  

ফরিদুল মিরাজ আরো বলেন, শহরের নয়ামাটি এলাকাটি হোসিয়ারি ব্যবসার এলাকা হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার এর পাশেই ১ লাখ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকের ব্যবস্থা করা হবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।