ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:২৩:৪৬

নারায়নগঞ্জে অনুষ্ঠিত হল শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা।

| ১১ শ্রাবণ ১৪২২ | Sunday, July 26, 2015

২৬-০৭-২০১৫ইং-রোজ রবিবার বিকাল ৪টায় নারায়নগঞ্জে  উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন।

রবিবার বিকেলে নারায়নগঞ্জ সহ সারা দেশে উল্টোরথযাত্রা পালিত হয়। নারায়নগঞ্জে  শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন এর আয়োজনে শহরে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি সাহাপাড়া হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্ররিভ্রমন শেষে ইস্কন মন্দিরে ফিরে যায়।আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও রথ উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন  শ্রী সত্যরঞ্জন বাড়ৈ,সভাপতি ইস্কন কেন্দ্রীয় কমিটি ও সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী,রঞ্জিত দাস,ডাঃ দীলিপ দাস,কমান্ডার গোপীনাথ দাস,বিষের বাঁশীর সম্পাদক সুভাষ সাহা,

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মমহাসচিব মানিক চন্দ্র সরকার(মুকুন্দমাধব দাস),বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নারায়নগঞ্জ জেলা সভাপতি প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়নগঞ্জ জেলা সহ-সাঃ সম্পাদক শ্রীমান্ত দাস সহ স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ।