ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪৯:২১

নারায়ণগঞ্জে আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

| ২৫ পৌষ ১৪২১ | Thursday, January 8, 2015

নারায়ণগঞ্জে আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, অবরোধের বিরোধিতা করে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ। অন্যদিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। একপর্যায়ে মুখোমুখি অবস্থান নিলে দুইপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহান শরীফ এবং জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ল’ইয়ারস ফেডারেশনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ।

পরে দুই পক্ষই সরে গেলে পরিস্থিতি শান্ত হয়। উভয়পক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আদালতে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেয়।