ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩২:০০

না.গঞ্জে ভূমিকম্প মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম

| ২১ পৌষ ১৪২২ | Monday, January 4, 2016

 

 

ভূমিকম্প মোকাবেলায় নারায়ণগঞ্জে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসনের  দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পুর্নবাসন শাখা। সোমবার (৪ জানুয়ারী) প্রবল ভূমিকম্পের পর ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রনালয়ের নির্দেশে এই কট্রোল রুম খোলা হয়েছে বলে নিউজ নারায়ণগঞ্জকে জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পুর্নবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম মজুমদার।

তিনি বলেন, ভূমিকম্পে নারায়ণগঞ্জে তেমন কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবুও মন্ত্রনালয়ের নির্দেশনায় নারায়ণগঞ্জে ভূমিকম্প দূর্যোগ মোকাবিলায় জরুরী কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ-০২-৭৬৪৩৭৬৭। এর আগে, দুপুরে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে জানান, ভূমিকম্প দূর্যোগ মোকাবিলায় জরুরী কন্ট্রোল রুম খুলেছে সরকার। আর দেশের সব জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং সেলও খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার মনিটরিং সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে।