ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০৩:২৫

ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিলেন জেলা প্রশাসক

| ২৬ শ্রাবণ ১৪২২ | Monday, August 10, 2015

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলা উন্নয়ণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞার এ সভার সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজম, জেলা নির্বাচন কমিশনার মো: তারিফুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, জেলা পরিষদ প্রশাসক মো: কাজী মেরাজ হোসেন, ৩’শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নীতিশ কান্তি দেবনাথ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সামছুদ্দোহা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, বন্দর উপজেলা নির্বাহী কমকর্র্তা মীনারা নাজমীন, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মনোয়ারা সুরুজ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। তাই ১৫ বছরের সকলকে জাতীয় পরিচয় পত্রের তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়াও ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

ডিএনডি'র জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিলেন জেলা প্রশাসক

আলোচনা সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও নৌ মন্ত্রীর নির্দেশের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দখলকৃত জায়গা আগামী ৩১ আগষ্টের মধ্যে ছেড়ে দিবে দখলদাররা। সম্প্রতি ভারী ও মাঝারি বৃষ্টিপাতের ফলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ক্ষতিগ্রস্থ সড়ক-মহাসড়ক গুলো দ্রুত সংস্কারের কাজ চলছে। আগামী ২ মাসের মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের জন্য নিজস্ব ভবন নির্মাণ করা হবে