ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৫৩:৪৫

চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতির ইন্তেকাল

| ৬ চৈত্র ১৪২২ | Sunday, March 20, 2016

ঢাকা : চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ইন্তেকাল করেছেন । তার বয়স হয়েছিল ৫১ বছর ।
তিনি আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাস সূত্র জানিয়েছে।
চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্র জানায়, মৃতদেহ আজ হাসপাতালেই রাখা হবে। আগামীকাল দুপুরে দিতির গ্রামের বাড়ী সোনারগাঁওয়ে নেয়া হবে মৃতদেহ। সেখানে নামাজে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে বিএফডিসিতে কাল সকালে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।
অভিনেত্রী পারভীন সুলতানা দিতি দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তার মস্তিষ্কে প্রথমবারের মতো অস্ত্রোপচার করা হয়। গত ২৯ জুলাই চেন্নাইয়ের একই হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছিল।
তারপর সুস্থ হয়ে ঢাকায় ফিরে বেশ কয়েকদিন ছিলেন তিনি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটছিল তার। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন দিতি। দ্রুত দিতিকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছিলেন।
১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওয়ে তিনি জন্ম গ্রহণ করেন।