ঢাকা, মে ৫, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৯:১১

গণধর্ষণের শিকার তসলিমা নাসরিন!

| ২ ফাল্গুন ১৪২২ | Sunday, February 14, 2016

গণধর্ষণের শিকার তসলিমা নাসরিন!

ঢাকা: ‘গণধর্ষণের’ শিকার হয়েছেন তসলিমা নাসরিন। ভারতেই তিনি এ গণধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি তার।

তসলিমার দাবি, রাজনীতিবিদ ও ধর্মীয় পণ্ডিতদের মাধ্যমে তার অধিকার গণধর্ষণ হয়েছে।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‌‘বাংলাদেশ আজ ২১ বছর হলো আমাকে দেশে ফিরতে দিচ্ছে না। একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে আমার ফুল দেওয়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। বাংলা ভাষায় লেখা আমার কবিতা পড়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গও লঙ্ঘন করছে আমার অধিকার। আমি ভারতের নাগরিক না হলেও রেসিডেন্ট। ভারতের আইনে নেই রেসিডেন্টদের কবিতা পড়ার অধিকার থেকে বঞ্চিত করার কথা।
কয়েক বছর আগের ছবি এটি। কলকাতার শহিদ মিনারের ছবি। কবিতা পড়ছি একুশে ফেব্রুয়ারিতে। তখনও কবিতা পড়ার অধিকার ছিল আমার। এরপর কী হলো! আমার সব অধিকারকে রাজনীতিক আর ধার্মিকরা মিলে গণধর্ষণ করলো।’