ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৪৭:১৮

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের নির্দশন বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর

| ১৩ ফাল্গুন ১৪২২ | Thursday, February 25, 2016

ঢাকা: পার্বত্য জেলার মহালছড়ি এলাকায় একুশের পদকপ্রাপ্ত সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী মংছেন চীং মংছিন রাখাইন সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ ও কিছু স্মারক মঙ্গলবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর কাছে উপহার হিসেবে প্রদান করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের পোশাক-পরিচছদ ও স্মারক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘রাখাইন সম্প্রদায়ের প্রতীক পোশাক-পরিচ্ছদ ও স্মারক জাতীয় জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করবে। সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মংছেন চীন মংছিন উপহৃত নির্দশন থেকে ভবিষ্যতে প্রজন্ম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবণাচরণ ইতিহাস জানতে পারবে।
মংছেন চীং মংছিন বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল রাখাইন সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ বাংলাদেশ জাতীয় জাদুঘরে উপহার দেয়ার আজ সে স্বপ্ন পূরণ হলো। রাখাইন জাতির অনেক নির্দশন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ গুলো সংগ্রহ করে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।