ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:০৮:২৪

আয়ুর্বেদিক ওষুধে সারবে ডায়াবেটিস, নয়া পদক্ষেপ ভারতের

| ১৪ কার্তিক ১৪২৩ | Saturday, October 29, 2016

diabetes

পরিসংখ্যান বলছে, পৃথিবীতে ডায়াবেটিস রোগের  বৃহত্তম দেশ ভারত। সবার উপরে চিন। সেখানে মধুমেহ রোগে ভুগছেন প্রায় ১৯ কোটি মানুষ। আর ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ কোটি। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, গত ১০ বছরে দেশে ডায়াবেটিস রোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সমীক্ষা বলছে, ২০৪০ সালের মধ্যে ভারতে এই রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ১২ কোটি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র ‘আয়ুর্বেদ যোগে মিশন মধুমেহ’ কর্মসূচি নিল। শুক্রবার দিল্লিতে প্রথম জাতীয় আয়ুর্বেদ দিবসে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এর আগে দেশে যোগ পদ্ধতিতে রোগ সারানো প্রচার শুরু করে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী নিজে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এবার আয়ুর্বেদের মাধ্যমে রোগ নিরাময়ের প্রচার, প্রসারের উদ্যোগ নিল মোদী সরকারের আয়ুষ মন্ত্রক। এই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়েসো নায়েক নয়াদিল্লির মাভালঙ্কার অডিটোরিয়ামে প্রথম জাতীয় আয়ুর্বেদ দিবস অনুষ্ঠানে ‘আয়ুর্বেদ যোগে মিশন মধুমেহ’ কর্মসূচির সূচনা করেন।

মন্ত্রকের দাবি, ভারতের প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসাই মধুমেহ রোগ প্রতিরোধ করতে পারে। সেই কারণে দেশজুড়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মন্ত্রক জানিয়েছে, কারও ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে কাছাকাছি আয়ুর্বেদিক হাসপাতালে যোগাযোগ করতে হবে। কেন্দ্রের পক্ষেও আগামীদিনে ডায়াবেটিস রোগে আয়ুর্বেদিক ওষুধের গবেষণায় উদ্যোগ নেওয়া হবে। ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগও নিচ্ছে কেন্দ্রীয় সরকার।