
গত ১২অক্টোবর নারায়নগঞ্জের ফতুল্লায় কুতুবপুরের জেলেপাড়ায় শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৩কোটি টাকার অনুদান হতে নারায়নগঞ্জে আবেদনকারী পূজা কমটির মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা শ্রী রাজেন্দ্র দেব মন্টু (দায়িত্ব প্রাপ্ত এলাকা নারায়ণগঞ্জ ও শরীয়তপুর), উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখারানী গুন (দায়িত্ব প্রাপ্ত এলাকা মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ) ,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম নারায়নগঞ্জ জেলার সহকারী পরিচালক শ্যামল চক্রবর্তী সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা শ্রী রাজেন্দ্র দেব মন্টু বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তির আবাস ভূমিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে বসবাসরত প্রত্যেক জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এদেশ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, এদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এদেশে প্রত্যেক মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।