ঢাকা, জুলাই ১৬, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, স্থানীয় সময়: ০২:৪৫:১০

এ পাতার অন্যান্য সংবাদ

কালিপদ মজুমদারের বাড়িতে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে হিউম্যান রাইট ডেভলপমেন্ট সেন্টার ও জাতীয় হিন্দু ফোরাম ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় গতিশীল করবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাল ঢাকা কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ : অনুমোদন পেয়েছে ৩ জাহাজ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

| ২৮ আশ্বিন ১৪২৯ | Thursday, October 13, 2022

[ছবি: সংগৃহীত]

বিশ্বকাপের আগে টি-২০ দলের সেরা কম্বিনেশন খোঁজার নামে একাদশে লাগামহীন পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের চূড়ান্ত দলে না থাকা সৌম্য সরকার, শরীফুল ইসলামরাও এই প্রক্রিয়ার অংশ হয়ে গেলেন। তাই সাইড বেঞ্চ গরম করতে হচ্ছে বিশ্বকাপের মূল দলের ক্রিকেটারদের।

একাদশে পরিবর্তন চলছে, ইমপ্যাক্ট ক্রিকেটার খোঁজা হচ্ছে, এক কথায় নিয়ত পরিবর্তনশীল বাংলাদেশ দলের অনেক কিছুই। কিন্তু আন্তর্জাতিক টি-২০ তে একটা জায়গায় স্থির হয়ে আছেন টাইগাররা। সেটি হলো বাংলাদেশের পরাজয়।

 

ব্যাটে-বলে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওঠানামা আছে, ধারাবাহিক শুধু বাংলাদেশের হার। ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে গতকাল নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। তাতেই টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। আগামীকাল (শুক্রবার) ফাইনাল অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পথচলা শেষ হচ্ছে আজ। নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। গতকালও বাংলাদেশের একাদশে ছিল তিন পরিবর্তন। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ একাদশ থেকে বাদ পড়েন। সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, সাইফউদ্দিন, এবাদত হোসেন একাদশে সুযোগ পান।গতকাল টসে হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৫ উইকেটে ২০৮ রানের বিশাল স্কোর গড়েছিল। পরে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের বেশি যেতে পারেননি টাইগাররা। কন্ডিশন, প্রতিপক্ষ বিচারে ২০৯ রানের টার্গেটটা বাংলাদেশের কঠিন ছিল বটে। ম্যাচের শেষে সেই লক্ষ্য থেকেও অনেক দূরে থাকল দলটি। রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই ফিরেছেন দুই বার জীবন পাওয়া শান্ত (১১)। কয়েক ম্যাচ পর পছন্দের ওপেনিংয়ে এসে লিটন দাস করেছেন ২৩ রান। কোনো পারফরম্যান্স ছাড়া দলে আসা সৌম্য প্রথম সুযোগ পেয়ে করেছেন ২৩ রান।ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে লড়েছেন শুধু অধিনায়ক সাকিব। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৪৪ বলে ৭০ রান (৮ চার, ১ ছয়) করেন। আফিফ (৪), সোহান (২), ইয়াসিররা (৬) ব্যর্থ হন ব্যাট হাতে। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ৩টি, সাউদি-ব্রেসওয়েল ২টি করে উইকেট নেন।

এর আগে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ১৯ বলে ৩২, গাপটিল ২৭ বলে ৩৪, কনওয়ে ৪০ বলে ৬৪ রান করেন। শেষ দিকে গ্লেন ফিলিপস আগুনে ব্যাটিংয়ে ১৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এবাদতের করা শেষ ওভারে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৬০ রান (২ চার, ৫ ছয়) করেন তিনি। ম্যাচ-সেরাও হন গ্লেন ফিলিপস। বাংলাদেশের সাইফউদ্দিন ২টি, এবাদত ২টি, শরীফুল ১টি উইকেট পান।