

শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরতি (উল্টো) রথযাত্রা উৎসব কাল সোমবার । গত ২৫জুন রবিবার রথযাত্রা শুরু হয়। টানা নয়দিন প্রায় প্রতিটি মন্দিরে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে চলে রথযাত্রা উৎসব। কাল সোমবার উল্টোরথ টানা হবে। উল্টোরথ টানার পর রাতে মন্দিরে মন্দিরে চলবে উৎসব। কাল মঙ্গলবার শয়ন উৎসব পালনের মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠানাদির সামাপ্তি হবে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব শুরু হয়। টানা নয় দিনের দিন পালন করা হয় রথযাত্রা উৎসব। কথিত আছে, আষাঢ় মাসের শুক্লা তিথিতে শ্রী শ্রী জনগন্নাথ, তার ভাই শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও বোন শ্রী শ্রী সুভদ্রাকে সাথে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে নয়দিন অবস্থানের পর আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগযুগ ধরে চলে আসছে এই উৎসব। উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে কাল আবারও মিলন মেলায় পরিণত হবে রথ মিলন স্থল ও সারাদেশ। রথযাত্রা উপলক্ষে চলা টানা নয়দিনের রথমেলাও কাল শেষ হবে। দুপুরের পর নগরীর বিভিন্ন মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথদেব, শ্রী শ্রী বলভদ্র (বলরাম) ও শ্রী শ্রী সুভদ্রা দেবীকে বহনকারী রথ টেনে আনা হবে মেলা প্রাঙ্গঁণ ও রাজপথে। ভক্ত শুভানুধ্যায়ীরা সেখানে পূজা অর্চনায় অংশ নেবেন। পূজা অর্চনা শেষে সন্ধ্যায় রথগুলো ফিরিয়ে নেয়া হবে যার যার মন্দিরে।