ঢাকা, মে ৮, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:২৫:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

‘হিলারিকে ভোট দেওয়া মানেই ৩য় বিশ্বযুদ্ধের পক্ষে ভোট দেওয়া’

| ২৫ জ্যৈষ্ঠ ১৪২৩ | Wednesday, June 8, 2016

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধেরপক্ষে ভোট দেওয়া। ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকার খ্যাতিমান লেখক, উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক স্টিফেন লেন্ডম্যান। আইআরআইবি

হিলারি ক্লিনটন সম্প্রতি বলেছেন, ইরাক আগ্রাসনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিয়েছিলেন বলে তার কাছে প্রমাণ রয়েছে। হিলারির এ অভিযোগের জবাবে লেন্ডম্যান বলেন, ইরাক যুদ্ধের প্রতি ট্রাম্প সমর্থন দিয়েছেন বলে হিলারি অভিযোগ তুলেছেন কিন্তু নিজে যে ওই যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন তা বলছেন না কেন? শুধু তাই নয়, আফ্রিকার সবচেয়ে অগ্রসর দেশ লিবিয়া এখন যাদের কারণে অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে হিলারি হচ্ছেন তার অন্যতম। তার কারণে দেশটিতে এখন গোলযোগ, সহিংসতা ও সীমাহীন যুদ্ধ চলছে বলে মন্তব্য করেন লেন্ডম্যান। মার্কিন এ বিশ্লেষক আরও বলেন, ‘হিলারি ক্লিনটন সিরিয়ায়ও সীমাহীন যুদ্ধ বাধিয়ে দিয়েছেন যার কারণে মারা গেছে প্রায় পাঁচ লাখ মানুষ। এছাড়া, উদ্বাস্তু হয়েছে দেশটির অর্ধেক নাগরিক। আসলে হিলারির অভ্যাস হচ্ছে অন্যের কাঁধে দোষ চাপানো আর নিজের বড় বড় অপরাধ ধামাচাপা দেওয়া।’ লেন্ডম্যান প্রেস টিভিকে স্পষ্ট করে বলেন, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সমূহ আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে আমেরিকা সারাবিশ্বে যেসব সমস্যার মুখে রয়েছে নিশ্চয় তার জন্য ট্রাম্প কোনো সমাধান নয় বরং তিনি দায়িত্ব পালনের আগেই বিপর্যয় নেমে আসবে। কিন্তু তিনি অন্তত হিলারি নন। হিলারি হচ্ছেন বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে গেলে সেই চার বছরে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অনেক বেশি ঝুঁকি থাকবে।