ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:১৪:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

‘বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এক হবে’

| ১২ পৌষ ১৪২২ | Saturday, December 26, 2015

ঢাকা: ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একদিন একত্রিত হয়ে ‘অখণ্ড ভারত’ অথবা ‘অবিভক্ত ইন্ডিয়া’র সৃষ্টি হবে। সম্প্রতি এমন মন্তব্যই করলেন ভারতীয় ক্ষমতাসীর দল ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

আলজাজিরাকে রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের(আরএসএস) এই সাবেক মুখপাত্র রাম মাধব বলেন, কোনো প্রকার যুদ্ধ ছাড়াই জনগণের মতামতের ভিত্তিতে অখণ্ড ভারত প্রতিষ্ঠা পাবে। রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ এখনও বিশ্বাস করে যে, একদিন এই তিন অংশ যারা ঐতিহাসিক কারণে মাত্র ৬০ বছর আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা আবার জনমতের ভিত্তিতেই একত্রিত হবে। সকলে একত্রিত হবে এবং অখণ্ড ভারত তৈরি হবে।’

বিজেপি’র আদর্শে অনুপ্রাণিত এই রাজনীতিবিদ বিশ্বাস করেন যে তার এই অখণ্ড ভারত বিশ্বাস বিজেপিও সমর্থন করে। অবশ্য চলতি বছরের শুরুতে অপর এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এটি একটি হিন্দু দেশ। এই দেশে নির্দিষ্ট ধারায় জীবনযাত্রা চলে এবং একটি নির্দিষ্ট সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়ে এই সভ্যতা যাচ্ছে। আমরা একে হিন্দু বলি। আপনাদের কারও কোনো অভিযোগ আছে? ভারতের একটিই মাত্র সংস্কৃতি। আমরা এক সংস্কৃতির এবং এক জাতির।’

অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র অজয় কুমার বিজেপির রাম মাধবের এই বক্তব্যকে স্রেফ প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসের মতে, বিজেপি এবং আরএসএস দেশের মানুষকে ভিন্নদিকে নিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্য পূরণ করতে এধরনের প্রোপাগান্ডা ব্যবহার করছে।

তথ্য-সূত্র-বাংলামেইল২৪ডটকম