ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪৯:৫১

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

‘বন্দি ছিলেন, তাই মানুষের দুর্ভোগ বোঝা উচিত সু চির’

| ৩০ কার্তিক ১৪২৫ | Wednesday, November 14, 2018

মঙ্গলবার আসিয়ান সম্মেলনে মাহাথির ও সু চি

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোট (আসিয়ান)-র শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মাহাথির বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংসতাকে ‘বৈধতা দেয়ার চেষ্টা করছেন’ শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী। খবর এবিসি নিউজের।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারা এসব লোকদের (রোহিঙ্গা) ওপর নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে- গণহারে হত্যা, মরদেহগুলো গণকবরে শায়িত করা হচ্ছে-এ রকম আরও অনেক কিছু। তারা যা করছে তাকে শুধু প্রাচীন যুগের হত্যাযজ্ঞের সঙ্গেই তুলনা করা যেতে পারে, বর্তমান যুগে নয়।

৯৩ বছর বয়সী এই নেতা বলেন, সাবেক একজন রাজনৈতিক বন্দি হিসেবে মানুষের দুর্ভোগ বোঝা উচিত সু চির।

১০ জাতির এই জোটের নেতারা সাধারণত জনসম্মুখে একে অপরকে সমালোচনা করেন না।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। রক্তাক্ত ওই অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে।

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন নৃশংসতার অভিযোগ করেছেন।

তবে দেশটির সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে বলে দাবি করে আসছে। একইসঙ্গে সেনাবাহিনীর বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে রোহিঙ্গাদের নিপীড়নের মধ্যেও ‘নীরবতা’ বজায় রাখায় বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনার মুখে পড়েছেন। এরইমধ্যে এক সময়কার মানবাধিকারের আইকন সু চির বিভিন্ন পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে বিভিন্ন সংস্থা। সবশেষ মঙ্গলবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার হারান সু চি।