ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১৯:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

২০০-র বেশী মুর্তি ভারতকে ফিরৎ দিচ্ছে আমেরিকা, ধন্যবাদ জানালেন মোদী

| ২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ | Tuesday, June 7, 2016

২০০-র বেশী মুর্তি ভারতকে ফিরৎ দিচ্ছে আমেরিকা, ধন্যবাদ জানালেন মোদীব্রোঞ্জের গণেশ, জৈন বাহুবলী মূর্তি সহ ২০০-রও বেশি বিরল প্রাচীন শিল্পকর্ম, মূর্তি ভারতকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর উপলক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

মোদীর উপস্থিতিতেই একটি অনুষ্ঠানে এই মূর্তিগুলি ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা হয়। ঐতিহ্যবাহী, সংস্কৃতির বাহক ওই শিল্পকর্মগুলিকে ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমেরিকার প্রতি কৃতজ্ঞ মোদী। ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মোদী বলেছেন, মার্কিন সরকার ও প্রেসিডেন্টের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাঁরা আমাদের সংস্কৃতি ফিরিয়ে দিচ্ছেন। এই ঐতিহ্য ভবিষ্যতে আমাদের অনুপ্রাণিত করবে। দুটি দেশকে আরও কাছাকাছি আনবে। মোদী আরও বলেন, গত দুই বছর ধরে বহু দেশই চুরি হয়ে যাওয়া ভারতীয় ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মূর্তি, শিল্পকর্ম ফেরত দিচ্ছে। এবার সেই পথে আমেরিকাও।

বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে লেখেন, ভারতের ঐতিহ্যের প্রতি মর্যাদা, সংবেদনশীলতা দেখিয়েছে আমেরিকা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এতে ভারতীয়দের মনেও তাঁদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে।

যে প্রাচীন মূর্তিগুলি ফেরত দিতে পারে আমেরিকা, সেগুলির ছবিও পোস্ট করেছেন বিকাশ। তার মধ্যে রয়েছে ব্রোঞ্জের গণেশের মূর্তি ও জৈন বাহুবলী মূর্তিটিও।

ওই অনুষ্ঠানে মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেটা ই লিঞ্চ জানিয়েছেন, চুরি হয়ে যাওয়া প্রাচীন মূর্তিগুলি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে।

সূত্র-এবিপি আনন্দ