ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪৩:৫৭

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

হোম প্রথম পাতা শেষ পাতা রাজধানী সারাদেশ বিনোদন প্রতিদিন খেলার খবর শিল্প বাণিজ্য সম্পাদকীয় উপ-সম্পাদকীয় দৃষ্টিকোন আয়োজন অনুশীলন অন্যান্য চিঠিপত্র দ্বিতীয় সংস্করণ আজকের ফিচার দৈনিক ইত্তেফাক ঈদ সংখ্যা বিজ্ঞাপন দর আজকের পত্রিকা»শেষ পাতা বাংলাদেশের গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে শিরীন শারমিনের সঙ্গে বৈঠকে প্রণব

| ২৪ ফাল্গুন ১৪২২ | Monday, March 7, 2016

বাংলাদেশের গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন ‘এর ফলে দুটি আন্তর্জাতিক পার্লামেন্টারি ফোরাম সিপিএ ও আইপিইউ-এর প্রধান বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন।’ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি একথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতকালে প্রণব মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।’
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রণব বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তাই তার স্বল্পকালীন শাসনামলে তিনি এ চুক্তি করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভারত ও বাংলাদেশের সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। এই চুক্তি বাস্তবায়ন করতে পেরে ভারতও আনন্দিত।’
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অনেক সৌহার্দ্যপূর্ণ বলে মন্তব্য করে শিরীন শারমিন চৌধুরী বলেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে দুই দেশের পার্লামেন্ট ও এর সদস্যদের মধ্যে আরও নিবিড় সম্পর্কের প্রত্যাশা জানিয়ে স্পিকার বলেন, এর ফলে উভয় দেশের জনগণ ও গণতন্ত্র উপকৃত হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। এসব বিষয়ে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে এবং সহসাই এসব সহযোগিতার দ্বার উম্মুক্ত হবে। এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও স্মরণ করেন শিরীন শারমিন। ভারতের নারী এমপিদের একটি সম্মেলনে অংশ নিতে গত ৩ মার্চ দিল্লী যান স্পিকার। আজ ৭ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।