ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০৭:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

হিন্দু সংস্থা থেকে খাবার আনা চলবে না মাদ্রাসায়, হুমকি অভিভাবকদের

| ২২ শ্রাবণ ১৪২৩ | Saturday, August 6, 2016

ইস্কন মন্দির থেকে খাবার আনলে, সন্তানদের পাঠানো হবে না বলেও হুমকি দিয়েছেন অভিভাবকরা

ভোপাল, ৬ অগাস্ট : হিন্দু মন্দিরে ভোগ চড়ানো হয়েছে, তাই ওই খাবার মিড ডে মিলে খাওয়ানো যাবে না l এবার এমনই দাবি করল মধ্যপ্রদেশের উজ্জয়িন-এর ৩০টি মাদ্রাসার পড়ুয়াদের অভিভাবকরা l অভিযোগ, মন্দিরে প্রসাদ হিসেবে যে ভোগ চড়ানো হয়,সেই ভোগই মাদ্রাসার পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে l আর তাই, পড়ুয়াদের কোনওভাবেই মিড ডে মিলের ওই খাবার খাওয়ানো হবে না বলে দাবি করা হয়েছে l

সূত্রের খবর,  উজ্জয়িন-এর প্রায় ৩০টি মাদ্রাসায় ২০১০ সাল থেকে মিড ডে মিলের খাবার সরবারহ করে ইস্কন মন্দির কর্তৃপক্ষ l প্রায় ৬ বছর পর এবার মাদ্রাসার পড়ুয়াদের বাবা-মায়েদের দাবি, ওই খাবার হিন্দু দেব দেবীর প্রসাদ হিসেবে চড়ানো হয় l তাই, ওই খাবার খেলে, তাঁদের ধর্মে আঘাত লাগবে l সেই কারণেই মাদ্রাসার পড়ুয়াদের আর কোনওভাবেই ইস্কনের ওই খাবার খেতে দেওয়া হবে না বলে করা হয়েছে দাবি l

 

শুধু তাই নয়, ওই মাদ্রাসাগুলি যদি কোনওভাবে পড়ুয়াদের ইস্কন থেকে আনা খাবার খাওয়ায়, তাহলে সেখান থেকে তাঁরা সন্তানদের সরিয়ে নিয়ে যাবেন বলেও দেওয়া হয়েছে হুমকি l পাশপাশি, তাঁদের আরও দাবি, মাদ্রাসাগুলিতে রান্নার ব্যবস্থা করা হোক l না হলে, অন্য কোনও জায়গা থেকে খাবার আনার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ l

যদিও, মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে l তাদের দাবি, গোটা ঘটনা খতিয় দেখা হচ্ছে l

সূত্র-http://www.india.com/bengali/india/madrasas-in-ujjain-refuse-mid-day-meals-from-hindu-organisations/