ঢাকা, মে ১৯, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৫৪:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

হিন্দুদের ৩ মন্দির দিয়ে মুসলমানরা ৩৯৯৯৭ মসজিদ রাখুক

| ২৭ পৌষ ১৪২২ | Sunday, January 10, 2016

হিন্দুদের ৩ মন্দির দিয়ে মুসলমানরা ৩৯৯৯৭ মসজিদ রাখুক


ভারত: মন্দির মসজিদ বিতর্ক অবসানে মুসলিমদের অভিনব প্রস্তাব দিয়েছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামনিয়ান সোয়ামী। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই বার্তা দেন তিনি। হিন্দুদের তিনটি মন্দির দিয়ে মুসলমানরা ৩৯ হাজার ৯৯৭টি মসজিদ নিরাপদে রাখুক। একে তিনি ভগবান কৃষ্ণ প্যাকেজের নাম দিয়েছেন।

প্রসঙ্গত, ৩টি হিন্দু মন্দির নিয়ে ভারতে হিন্দু-মুসলিম বিতর্ক রয়েছে। এ মন্দিরগুলোর একটি অযোধ্যার বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক।

সুব্রামনিয়ান সোয়ামী বলেন, মুসলমানরা নিশ্চয় দুর্যোধন নয়। তারা নিশ্চয় হিন্দুদের এ প্রস্তাব রাখবে। ৩টি মন্দির দিয়ে তারা ৩৯ হাজার ৯৯৭টি মসজিদ রাখুক।

অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ নিয়ে এ কথা বলেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ভারতে প্রতি বছরেই কোনো না কোনো নির্বাচন থাকে । তাই রাম মন্দির নির্মাণ ভোটের সময় কেন? এ ধরনের প্রশ্ন করা অবান্তর। রাম মন্দিরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা ঠিক নয়।

দিল্লিতে রাম মন্দির নিয়ে সেমিনার হতে না দেয়া সহিষ্ণুতার লক্ষণ নয়। কংগ্রেসের ছাত্র সংগঠন এই সেমিনারের বিরোধ করেছিল। যারা সহিষ্ণুতার পাঠ পড়ান, তাদেরকে এসবে নজর দিতে হবে। সোয়ামী এসব কর্মকাণ্ডের সমালোচনা করেন।