ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:৩২:৫০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

হাইতিতে মুদ্রাস্ফীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

| ২৬ মাঘ ১৪২৫ | Friday, February 8, 2019

পোর্ট-অ-প্রিন্স : হাইতিতে মুদ্রাস্ফীতির প্রতিবাদে বৃহস্পতিবার এক বিক্ষোভে অন্তত দুই জন নিহত ও ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এতে প্রেসিডেন্ট জোভেনেল মইসের পদত্যাগেরও দাবি জানায় হাজার হাজার বিক্ষোভকারী।
রাজধানী পোর্ট-অ-প্রিন্সে বিক্ষোভকারী জোসুয়ে লুইস জেউনো বলেন, ‘দুই বছর ধরে জোভেনেল খাবারের দাম কমানোর অঙ্গীকার করে আসছেন। কিন্তু আমি তার এই মিথ্যা আশ্বাসের উপর নির্ভর করে বসে থাকতে পারি না।’
বিক্ষোভকালে তিনি একটি চামচ দিয়ে থালা পিটাচ্ছিলেন। খবর এএফপি’র।
তিনি বলেন, ‘এই প্রেসিডেন্ট একজন মিথ্যুক। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’
হাইতিতে গত দুই বছরে ১৫ শতাংশ মুদ্রাস্ফিতি ঘটেছে। এ সময়ের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান দ্রুত হ্রাস পেয়েছে। দেশটির অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিষই আমদানী করা হয়। মুদ্রার মান হ্রাস পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়া উলরিচ লুইমা বলেন, ‘আমরা এই অর্থনৈতিক মন্দার সঙ্গে পেরে উঠছি না। আমাদের কোন বিদ্যুৎ নেই, কোন নিরাপত্তা নেই এবং এখন মূল্য বৃদ্ধির কারণে ময়দা ও রুটি আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিক্রেতারা এই মূল্যবৃদ্ধির কারণে তাদের দোকান বন্ধ করে দিয়েছে। তাই আমরা বাধ্য হয়ে ক্ষুধার জ্বালায় রাস্তায় নেমেছি।’
বিক্ষোভকারীরা রাজধানীতে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা একটি গ্যাস স্টেশনেও আগুন দেয়া চেষ্টা করে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েকজনের সহিংস সংঘাত হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালায়।
জাতীয় পুলিশের মুখপাত্র গ্রেই ডেসরোসিয়ের্স বলেন, এই সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।