ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৫৫:৫৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

স্ত্রীর যৌনাকাঙ্ক্ষা সামলাতে না পেরে আদালতে বিচ্ছেদের আবেদন

| ১৭ ভাদ্র ১৪২১ | Monday, September 1, 2014

low_400_9595892272.jpg

করেন এক ব্যক্তি। আর ভারতের একটি আদালতে করা এ আবেদন শেষ পর্যন্ত গৃহীত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সে ব্যক্তি বিয়ে বিচ্ছেদ আবেদনে উল্লেখ করে, তার স্ত্রীর অতিরিক্ত মাত্রায় যৌনক্ষুধা রয়েছে। এমনকি ২০১২ সালে তাদের বিয়ের পর থেকেই তাকে যৌনতার কারণে হয়রানি করে আসছেন তার স্ত্রী। সে ব্যক্তি আরও অভিযোগ করেন, স্ত্রীর যৌন চাহিদা পূরণ করার জন্য যৌন উত্তেজক ওষুধ ও মদ খেতে বাধ্য হন তিনি। এ ছাড়াও তার স্ত্রী অস্বাভাবিক মাত্রার নানা যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেন তাকে। এ ছাড়াও দৈনিক তিন শিফটে যৌনাচারে বাধ্য করার কারণে তিনি খুবই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েন।

তিনি আদালতে আরও জানান, তার স্ত্রী তাকে হুমকি দেন যে, তার যৌন চাহিদা পূরণ করতে না পারলে তিনি অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন। এরপর শারীরিক কারণে চিকিৎসক তাকে কিছুদিনের জন্য যৌনতা থেকে বিরত থাকতে পরামর্শ দেন। কিন্তু তার স্ত্রী এসব কথা না মেনে তাকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেন। এরপর স্ত্রীর এ যৌন চাহিদা সামাল দিতে তাকে একজন মনোবিদের সঙ্গে পরামর্শ করিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি মনোবিদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এসব কারণ দেখিয়ে সে ব্যক্তি জানান, স্ত্রীর অস্বাভাবিক যৌন চাহিদার কারণে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর এ চাহিদা মিটিয়ে একত্রে এক ছাদের নিচে থাকা তার পক্ষে অসম্ভব বিষয়। আদালত সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে সে ব্যক্তির আবেদন গ্রহণ করে।

তবে আদালতের সামনে হাজির হয়নি সে ব্যক্তির স্ত্রী। এছাড়া সে ব্যক্তির বিস্তারিত পরিচয়ও প্রকাশিত হয়নি। ফ্যামিলি কোর্টের প্রধান বিচারক লক্ষী রায় তার আদেশে বলেন, ‘আবেদনকারীর স্ত্রী যেহেতু আদালতে হাজির হননি। আদালতে উপস্থাপন করা নানা তথ্যপ্রমাণ চ্যালেঞ্জ করার কোনো রেকর্ড পাওয়া যায়নি। ফলে আদালতের সামনে বিয়ে বিচ্ছেদের অনুমতি প্রদান ছাড়া অন্য কোনো সুযোগ নেই।’