ঢাকা, এপ্রিল ৩০, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৩১:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

সৌদি পৌর নির্বাচনে ১৮ নারী নির্বাচিত

| ৩০ অগ্রহায়ন ১৪২২ | Monday, December 14, 2015

সৌদি পৌর নির্বাচনে ১৮ নারী নির্বাচিত

ঢাকা: সৌদি আরবে নারীদের অংশগ্রহণে প্রথমবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে ১৮ নারী প্রার্থী জয়ী হয়েছেন। শনিবার দেশটিতে এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর আল-জাজিরার।

খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে এ সব প্রার্থীরা নির্বাচিত হন।

সালমা বিনতে হিজাব আল-ওতেইবি মক্কা নগরীর মাদরাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তিনিই প্রথম নির্বাচিত নারী কাউন্সিলর।

সৌদি কর্মকর্তারা জানায়, শনিবারের নির্বাচনে ৪৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এ নির্বাচন ঘিরে সৌদি আরবে অনেক ইতিহাস তৈরি হয়েছে। এই প্রথম সৌদি নারীরা জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার পেল। এই প্রথম নারীরা পুরুষ প্রতিদ্বন্দ্বীর মত নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেল। এর সঙ্গে যুক্ত হল প্রথম নারী জনপ্রতিনিধি নির্বাচিত হবার ঘটনা।

এসব ইতিহাস তৈরির জন্য সৌদি নারীদের দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। বহু আলোচনা সমালোচনা শুনতে হয়েছে তাদের। বিভিন্ন মানবাধিকার ফোরামে এসব নিয়ে আলোচনা হয়। এরপর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সৌদি সরকার এসব যুগান্তকারী সিদ্ধান্ত নেয়।

এবারে সৌদি আরবের পৌর নির্বাচনে ৯৭৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পুরুষ ছিল ৫ হাজার ৯৩৮ জন। ধর্মীয় বিধিনিষেধ থাকার কারণে নারী প্রার্থীরা ভোটের প্রচারে পুরুষদের কাছে যেতে পারেননি। তারপরও বিশাল সংখ্যায় নারীরা ভোটে অংশগ্রহণ করেছে।

প্রসঙ্গত, সৌদি আরবের প্রয়াত বাদশাহ কিং আবদুল্লাহ সৌদি পৌর নির্বাচনে নারী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে গিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি অনেকগুলো সংস্কার সাধান করেন। সৌদি আরবের শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে তিনি নিয়োগ দিয়েছিলেন।