ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০২:০০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য মার্কিন গোয়েন্দা প্রধানের

| ২৮ মাঘ ১৪২২ | Wednesday, February 10, 2016

শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য মার্কিন গোয়েন্দা প্রধানের

ঢাকা: ‌‌ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপকে জঙ্গি উস্কানিতে সহয়তা করবে বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, ‘বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে খাটো করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপ দেশের ভেতর আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির পথ উন্মুক্ত করে দিতে পারে। শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটিয়েছে বলে যে জনমত রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’

মঙ্গলবার বৈশ্বিক হুমকির বিষয়ে মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে দেয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন জেমস ক্ল্যাপার।

লিখিত ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চালানো ১১টি গুরুতর হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট। এছাড়া ২০১৩ সাল পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা বাংলাদেশের অন্তত ১১ জন প্রগতিশীল লেখক ও ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে।’

‘তবে শেখ হাসিনার সরকার এসব ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং এসব সহিংসতার জন্য ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিরোধী দলকে দায়ী করেছে।’ বলেন মার্কিন গোয়েন্দা প্রধান। আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ ও সহনশীল রাষ্ট্র হিসেবেও উল্লেখ করে ক্ল্যাপার তার লিখিত বক্তব্যে জানান, ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা চলছে। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতাদের বিচারের বিষয়ে অস্থিরতা বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।